পাইথন - অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং

পাইথন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। এটা খুব সহজ, মজার এবং সমস্যা সমাধানের জন্য খুবই কার্যকরি।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং হল প্রোগ্রামিং করার একটা অন্য রকমের ধারনা। একটা বিশেষ মডেল। পাইথন ছাড়াও C++, Java, PHP ইত্যাদি প্রোগ্রামিং ভাষাতেও এই ফিচার আছে। এই বইতে পাইথন ভাষায় এই ধারণা দেয়া হবে।

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার শুরুতে অনেক বেগ পেতে হয় অনেককে। এখানে গুরুগম্ভীর তাত্ত্বিক বিষয়গুলো যথাসম্ভব এড়িয়ে গিয়ে সহজ উদাহরণের মাধ্যমে OOP এর ধারণা বর্ণনা করা হবে। OOP এর গুরুত্ব এবং কিভাবে OOP আমাদের কাজ সহজ করে দিতে পারে সেই ধারণা দেয়ার চেষ্টা করা হবে।

মূলত অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং হল এক প্রকার আর্ট। আপনি যত ভালভাবে এটা নিজের আয়ত্তে আনতে পারবেন তত দক্ষভাবে অনেক কাজ করতে পারবেন। বিশেষ করে ডেভেলপারদের জন্য এটা খুবই প্রয়োজনীয় ধারণা। দক্ষ সফটওয়ার ডেভেলপার হতে চাইলে এটা রপ্ত করা খুবই জরুরী।

পাইথনে মোটামুটি মৌলিক ধারণা থাকলে এই বইয়ের অধ্যায়গুলো সহজেই বুঝতে পারবেন।

প্রীতম মজুমদার

results matching ""

    No results matching ""